শুভদিন অনলাইন রিপোর্টার:
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও লিভ টুগেদার বা একত্রবাসের বিরোধিতায় মুখ খুললেন। বরাবরের মতোই তিনি এবারও এর বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করে মন্তব্য করেছেন, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সম্প্রতি ভারতের স্বঘোষিত আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধাচার্যের এক মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। ওই ধর্মগুরু বলেন, “এখনকার পুরুষেরা ২৫ বছর বয়সী নারীদের জীবনসঙ্গী হিসেবে খোঁজেন। অথচ ততদিনে সেই নারীরা চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হয়ে ওঠেন।”
এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন অভিনেত্রী দিশা পাটনির বোন খুশবু পাটনি। তিনি অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’, ‘নারীবিদ্বেষী’ এবং ‘নপুংসক’ বলেও আক্রমণ করেন। সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনার মতে, লিভ টুগেদার সম্পর্ক নারীদের জন্য মোটেই নিরাপদ নয়। তিনি বলেন, ‘বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পুরুষেরা নারীদের গর্ভবতী করে ফেলতে সক্ষম। আদালত এখন বলে, একত্রবাসও বিয়ের মতোই। সম্পর্ক থাকলে নারীর স্ত্রীর মর্যাদা প্রাপ্য। সব আইন নারীদের পক্ষেই রয়েছে।’
তবে এই ‘আইনি নিরাপত্তা’র মাঝেও কঙ্গনার আশঙ্কা, লিভ টুগেদারে নারীরাই সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েন। খুশবু পাটনির মন্তব্যের প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আপনি সাধু-সন্তদের গাল দিচ্ছেন। কিন্তু একজন বড় বোনের মতো বলতে পারি, লিভ টুগেদার মেয়েদের জন্য ভালো নয়।’
লিভ টুগেদার সম্পর্কে থাকা নারীদের উদ্দেশে কঙ্গনার প্রশ্ন, ‘যদি গর্ভপাত করাতে হয়, আপনাকে কে সাহায্য করবে? যদি আপনি একত্রবাসের সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন দেখভাল করবে কে? আমরা নারীরা যতই শক্তিশালী হই না কেন, বিজ্ঞান বলছে— পুরুষেরা সম্পর্ক ছেড়ে চলে যেতে পারে, নারীরা পারে না।’
তিনি আরও বলেন, ‘পুরুষেরা মঙ্গলের জাতক আর নারীরা শুক্রের। আধুনিক হলেও বাস্তব বদলায় না। সমীক্ষা বলছে, পুরুষদের প্রশ্ন করলে কী রকম নারী তাদের পছন্দ— উত্তর ভিন্ন ভিন্ন হয়। কিন্তু নারীদের সেই প্রশ্ন করলে, উত্তর প্রায় একই রকমই শোনা যায়।’
কঙ্গনার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তার বক্তব্যকে ‘রক্ষণশীল’ আখ্যা দিচ্ছেন, আবার কেউ ‘বাস্তবমুখী’ বলেও সমর্থন করছেন।