মোঃ নূরুল ইসলাম সবুজ, গাজীপুরঃ
জয়দেবপুর রেল ক্রসিংয়ে যানজট নিরসন ও দ্রুত ফ্লাইওভার নির্মাণে দাবিতে গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রাজবাড়ির সামনের অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর মেট্রো থানা জামায়াতের আমির, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. সালাহ উদ্দিন আইউবী। তিনি বলেন, জয়দেবপুর রাজবাড়ি এলাকার যানজট শুধু গাজীপুরের মানুষের জীবনকে বিপর্যস্ত করছে না, বরং সমগ্র দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে দ্রুত ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প নেই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির এডভোকেট সাদেকুজ্জামান খান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা নায়েবে আমির আব্দুর রউফ গাজী, মো. জালাল উদ্দিন, গাজীপুর সদর মেট্রো ৩০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা ছাত্র শিবিরের সভাপতি মো. সোলাইমান কবির, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এবং জননেতা মনির হোসেন।
মানববন্ধন শেষে ৫ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি গাজীপুর জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন এডিসি জেনারেল ও এডিসি শিক্ষা। পরে একই স্মারকলিপি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর প্রদান করা হয় এবং তার পক্ষে জি সি সির প্রধান নির্বাহী কর্মকর্তা তা গ্রহণ করেন।
স্মারকলিপিতে উত্থাপিত ৫ দফা দাবিগুলো হলো—
শিববাড়ি মোড় থেকে জোড়পুকুর হয়ে হাড়িনাল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণে দ্রুত পদক্ষেপ গ্রহণ, রেলক্রসিংয়ের দুই পাশের রাস্তা ও ফুটপাথে অস্থায়ী কাঁচা বাজার ও ভ্রাম্যমাণ মার্কেট স্থানান্তর ও তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা, শিববাড়ি মোড়ে দুর্ঘটনা রোধে ট্রাফিক সিগন্যাল স্থাপন ও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ নিশ্চিত করা, ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসন করা এবং শিববাড়ি মোড় থেকে হাড়িনাল হয়ে হানকাটা ব্রিজ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও চার লেনে উন্নীত করা।
বক্তারা হুঁশিয়ারি দেন, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।