কুষ্টিয়ায় ত্যাগী ও অবহেলিত পদবঞ্চিত নেতাদের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নূর রিন্টু, বিশেষ প্রতিনিধি:

২০ আগষ্ট ২০২৫ ইং কুষ্টিয়ায় কারামায় রেস্টুরেন্টে ত্যাগী ও অবহেলিত পদবন্চিত নেতাদের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তরে কুষ্টিয়া জেলা বি এন পি’র সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ বলেন-কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্য সচিব ইন্জিনিয়ার জাকির সরকার ত্যাগী নেতাদের বাদ দিয়ে পছন্দের লোককে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিতে পদ দিয়ে দলের ভাব-মূর্তি ক্ষুন্ন করছেন।জেলা বি এন পি’ র সাবেক সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি এ্যাড, শামীম উল হাসান অপু বলেন- কুষ্টিয়া পৌর বি এন পি’ র কমিটিতে অনিয়ম হয়েছে এবং এ ব্যাপারে বি এন পি’ র কেন্দ্রীয় নেতাদের কাছে কুষ্টিয়া পৌর বি এন পি’র কমিটি গঠনের জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বি এন পি’র উর্ধতন নেতাদের দৃষ্টি আকর্ষণ পূর্বক পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি। এছাড়া, জেলা বি এন পি’ র সাবেক সাংগঠনিক সম্পাদক কাজল মাজমাদার জানান, এহেন সঙ্কট রেখে কুষ্টিয়া বি এন পি’র কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠন করতে চাইলে তা প্রতিহত করা হবে। উপস্হিত ছিলেন, সাবেক বি এন পি নেতা মিরাজুল ইসলাম রিন্টু, মেজবাহুর রহমান পিন্টুসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *