আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তরুণদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয়,‘ অভয়াশ্রম গড়ে তুলি , দেশী মাছে দেশ ভরি’। বুধবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা মোত্তালিব আলী,গাংনী
প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জালালউদ্দীন আহম্মেদ, যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসের সহকারী নির্বাচন অফিসার , গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই মৎস্য সপ্তাহ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.
মোত্তালিব আলী।
মতবিনিময় সভায় তরুণ প্রজন্ম বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মৎস্য খাতে টেকসই উন্নয়ন কল্পে প্রশ্নোত্তর পর্ব কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় সন্ধানী স্কুল এন্ড কলেজ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, গাংনী প্রি ক্যাডেট এনড হাইস্কুল এর শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করে।
সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন থেকে আগামী ২৪ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গাংনী
উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে-১৮ আগষ্ট প্রথমদিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচার-প্রচারণা করা,উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত,মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, মৎস্যজীবি ও মৎস্য চাষীদের নিয়ে মতবিনিময় সভা করা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান,পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র,২ অক্টোবর সুফলভোগীদের প্রশিক্ষণ এবং সপ্তম দিন ভিডিও কনফারেন্সীং এর মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ে কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।