নূর রিন্টু, বিশেষ প্রতিনিধি:
২৩ আগস্ট ২০২৫ ইং কুষ্টিয়া মুক্ত আকাশ বাই এন্ড সেল পরিবারের ৭ম প্রতিিষ্ঠা বার্ষিকী উইসটেরিয়া রেস্টুরেন্টে,কুষ্টিয়াতে উদযাপন করা হয়। প্রতিষ্ঠানটি কুষ্টিয়া জেলার মহিলা উদ্যোক্তাদের নিয়ে ৭ বছর আগে গঠিত হয়। প্রতিিষ্ঠালগ্ন থেকেই এ প্রতিষ্ঠানটি মহিলাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ পূর্বক উদ্যোক্তা তৈরি করতে সাহায্য করে।এছাড়া, কুষ্টিয়া জেলার মহিলা উদ্যোক্তাদের তৈরিকৃত পন্য বাই এন্ড সেল করতে সহযোগীতা করে।এ বছর প্রতিিষ্ঠানটি ফিতা ও কেক কাটাসহ ছোট দুটো ইভেন্ট- বালিস ছোড়া ও বক্স ছোড়া খেলা অনুষ্ঠিত হয় এরপর বিজয়ীদের মাঝে প্রতিিষ্ঠানটি ক্রেষ্ট প্রদান করে।এছাড়াও উদ্যোক্তাদের মধ্য হইতে উদোক্তা হয়ে বেড়ে ওঠার গল্প শোনান প্রতিিষ্ঠানটির প্রতিিষ্ঠাতা মুক্তি আশরাফ, নাসিমা আহমেদ,শম্পা আক্তার, ফারহানা,সাবিনা ইয়াসমিন, অন্তরা আফরিন অন্তু,নীলুফার ইয়াসমিন ও মনিসা ইসলাম প্রমুখ।