গাজীপুরের- ২ আসন থেকে সংসদ প্রার্থী হতে চান আফজাল হোসেন কায়সার

মোঃ নূরুল ইসলাম সবুজ, গাজীপুরঃ


গাজীপুর শহরে আয়োজিত এক মতবিনিময় সভায় মঙ্গলবার দুপুরে বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার জানিয়েছেন, তিনি গাজীপুরের ২ আসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। তিনি বলেন, “আমি জনগণের উন্নয়ন নিয়ে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই। আগামী সংসদ নির্বাচনে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে গাজীপুরের ২ আসন থেকে আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করব।”

কায়সার আরও জানান, “গাজীপুরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে হলে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমি শহরের উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম চালাতে চাই।”

তিনি তার রাজনৈতিক অতীত স্মরণ করে জানান, জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে সর্বদা জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে গেছেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ, জনগণের কণ্ঠস্বর। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে, তাই গাজীপুরবাসীর আশা-আকাঙ্ক্ষা তুলে ধরুন।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আক্তারুজ্জামান, যুবদল নেতা মোখলেছুর রহমান, মোহাম্মদ রফিজ উদ্দিন,এ্যাডভোকেট লাবিব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, যারা কায়সারের পরিকল্পনা ও অঙ্গীকারের প্রতি সমর্থন প্রকাশ করেন। কায়সার সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতা ও উপস্থিতি আমার আগামী দিনের পথচলায় বড় প্রেরণা হবে। গাজীপুরবাসীর আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *