শুভদিন অনলাইন রিপোর্টার:
২৮ আগস্ট সকাল ১০.৪৫ টায় জনাব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান অতিথি রাজশাহী গোদাগাড়ী উপজেলার সরমংলায় বিএমডিএ কর্তৃক বাস্তবায়িত ‘‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ-২ পর্যায়’ প্রকল্পের সেচ কার্যক্রম শুভ উদ্বোধন করেন ও উপস্থিত কৃষকদের সাথে মতবিনিময় করেন এবং সেখানে বৃক্ষের চারা রোপন করেন। এরপর উপজেলার হাটপাড়া এলাকায় পদ্মা নদীতে স্থাপিত সরমঙ্গলা ভূ-উপরস্থ সেচ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। বেলা ১২.০০ টায় উপজেলার মোহনপুরে পার্টনার প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত সৌরশক্তি চালিত সেচযন্ত্রের কার্যক্রম পরিদর্শন করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, আমাদের দেশে সারের সংকট নেই। যথেষ্ট সার মজুদ রয়েছে তবে সার ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তা নাহলে জমি উৎপাদনশীলতা হারাবে এবং ফসল উৎপাদন কমে যাবে।
এ সময়ে উপস্থিত ছিলেন-বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডি) এর নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ তরিকুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো: ছাইফুল আলম, এছাড়াও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।