নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান

শুভদিন অনলাইন রিপোর্টার:

আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ ৩০ আগস্ট ২০২৫, শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে
গিয়ে নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। আহত নূরের দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের উদ্দেশে বলেন- রাজপথে নূরুল হক নূরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে।
তিনি বলেন, আমরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর লড়াই চলবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *