মোঃ নূরুল ইসলাম সবুজ, গাজীপুরঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় মির্জাপুর সিএনজি স্টেশনে এসে জড়ো হন।
পরে বিকাল ৪টায় এক বর্ণাঢ্য ট্রাক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার মির্জাপুর সিএনজি স্টেশনের সামনে থেকে শুরু হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ শেষে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক-৩ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, ফেস্টুন ও বিশাল আকারের জাতীয় ও দলীয় পতাকা বহন করতে দেখা যায় নেতা-কর্মীদের।
শোভাযাত্রায় মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ড. শহিদুজ্জামান, আহমদ আলী রুশদি, আ ক ম মোফাজ্জল হোসেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ, হান্নান মিয়া হান্নু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহবায়ক হাসান আজমল ভূঁইয়া,
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির উদ্দিন, সিনিয়র যুগ্মআহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, টঙ্গী পূর্ব বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সম্পাদক গাজী সালাহ উদ্দিন, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সদর থানা গাছা থানা বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি এএসএম নাঈম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, কামাল উদ্দিন, কাশিমপুর থানা বিএনপির সভাপতি আলী হোসেন, সম্পাদক আব্দুর রহিম মাতবর, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস সরকার, সম্পাদক বাবুল হোসেন, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন, সম্পাদক হারুন-অর রশিদ,
গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলামের, গাজীপুর মহানগর যুবদল সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, – সদর মেট্রো থানা যুবদলের আহবায়ক নাজমুল খন্দকার সুমন, সদর মেট্রো থানা যুবদলের সদস্য সচিব বেলায়েত হোসেন, মহানগর যুবদল যুগ্ন-আহবায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ। এতে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।