নওগাঁয় দুর্ধর্ষ ডাকাতি! ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে পরিবারের লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার ভীমপুর ইউপির রানীপুকুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোররাত ৩ টার দিকে ৮ থেকে ১০ জনের সংঘবদ্ধ এক দল ডাকাত ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহঃ সভাপতি আব্দুল হামিদের বাড়িতে ঢুকে গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে বেঁধে রেখে নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডালসহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, থানার ওসি মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মুখোশ পড়া ৮ থেকে ১০ জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে এলোপাথারী মারপিটের পর সকলকে বেঁধে রেখে নগদ টাকা, মোটর সাইকেল, স্বর্ণালঙ্কারসহ সবকিছু লুট করে নিয়ে যায়। এসব মালামালের মূল্য প্রায় ৮ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *