আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই ফসল বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন এর বিশেষ প্রতিনিধি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই কৃষি প্রণোদনার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার
কামরুল হাসান প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলামসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক কৃষাণীবৃন্দ ।
উপজেলা কৃষি অফিষ সূত্রে জানা গেছে, উপজেলার ১ হাজার কৃষকের মাঝে কৃষক প্রতি ৫ কেজি করে মাসকলাইম বীজ,ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের জরীপ ও তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকদের মাঝে সরকারী এসব প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা ভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। তিনি প্রকৃত কৃষকদের মাঝে এসব সরকারিভাবে বিনামূল্যে বিতরণকৃত বীজ উপকরণ যেন সঠিকভাবে বিতরণ করা হচ্ছে।