ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন, ডা. কবীর সভাপতি, ডা. মিরাজুল সম্পাদক

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি ও স্বাস্থ্যসেবা হাসপাতালের ত্রি-বার্ষিক নির্বাচনে ডা. আবু মো. খয়রুল কবীর সভাপতি ও ডা. মিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে ২০২৫- ২০২৮ বছরের জন্য ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি- ডা. আবু মো. খয়রুল কবীর, সহসভাপতি- মো. আনিসুল হক চৌধুরী ও মো. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক- ডা. মিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক- ডা. নাদিলুল আজিজ চপল ও মো. মোশারুল হক, কোষাধ্যক্ষ- মো. আব্দুস সউদ, সদস্য- অধ্যক্ষ মো. রাজিউর রহমান, মো. মাহমুদ হাসান রাজু, হাফেজ মো. রশিদ আলম, মো. আন্জামুল হক, মো. সাদেকুল ইসলাম, মো. শরীফুল ইসলাম শরীফ, মো. মুরাদ হোসেন ও মো. ওয়াহিদ নেয়ায লিটু।
এর আগের দিন শুক্রবার বার্ষিক সাধারণ সভায় ১৫ জন সদস্য নির্বাচিত হন। অধ্যক্ষ মো. রাজিউর রহমানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত আজীবন সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। সাধারণ সম্পাদক অ্যাড. তোজাম্মেল হক মঞ্জু সম্পাদকের প্রতিবেদন পেশ করেন। পরে সংশ্লিষ্ট সময়ের আয় ব্যয় ও প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন হয় সভায়। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সভায় বক্তব্য দেন মির্জা ফয়সল আমীন, মো. পয়গাম আলী, মো. রোকনউদ্দিন, ডা. নাদিরুল আজিজ চপল, মো. মজিবর রহমান, মো. আবু বকর সিদ্দিক প্রমুখ। শেষে সকলের সিদ্ধান্ত ও মতামতের ভিত্তিতে কমিটির ১৫ জন সদস্যের নাম ঘোষণা করেন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. আব্দুল লতিফ। শনিবার দুপুরে বিভিন্ন পদের জন্য ১৫ জন সদস্যের মতামতের ভিত্তিতে পদ বণ্টন করা হয়।
১৫ জন সদস্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, আহবায়ক সাবেক প্রধান শিক্ষক মো. আবু হোসেন, সদস্য অ্যাড. শেখ ফরিদ ও অ্যাড. মো. কামাল হোসেন সুলতান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *