বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ সরকারি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মিজান বলেন, নওগাঁ সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি ফি ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত শিক্ষার্থী ও আন্দোলন কারীদের সাথে তামাশার শামিল। অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। ছাত্রদলের নেতা জুনায়েদের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের শাস্তি নিশ্চিত করে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত পরিবেশ পরিষদ কার্যকর করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।