কানাডায় বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনর্আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন

শুভদিন অনলাইন রিপোর্টার:

বাংলাদেশ হাইকমিশন, অটোয়ার আয়োজনে গতকাল আনুষ্ঠানিকভাবে কানাডায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম নাসির উদ্দিন কানাডা থেকে নিবন্ধিত কয়েকজন বাংলাদেশি প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড হস্তান্তরের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। রেমিট্যান্স প্রেরণ, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা অত্যাবশ্যক বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্রশ্নোত্তর সেশন আয়োজন করা হয় যেখানে প্রধান নির্বাচন কমিশনার প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের এ উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও টরন্টোস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলসহ বিদেশস্থ বিভিন্ন বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ ও ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *