শুভদিন অনলাইন রিপোর্টার:
ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে ইউরোপকে নিরাপদ করবে যুক্তরাষ্ট্র এমন এক সম্ভাবনাকে সামনে নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ২৬টি দেশের নেতাদের সঙ্গে ভিডিও লিঙ্কের মাধ্যমে সামিট করেছেন। এতে ইউক্রেনকে নিরাপত্তা দিতে কি ধরনের সহায়তা দেয়া হবে তা নিয়ে আলোচনা হয়।
কিয়ের স্টারমার বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা ‘অপারেশনাল ফেজে’ আছেন। এ বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে বৃটেনে সাক্ষাৎ করবেন সেনা কর্মকর্তারা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, শনিবারের ভার্চ্যুয়াল সামিটে অংশ নেয়া ২৬টি দেশের মধ্যে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সামিটে অংশ নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ওপর ক্রমশ চাপ বাড়ানোর আহ্বান জানান। আলোচনা করেন ভবিষ্যত নিরাপত্তা ব্যবস্থা এবং রামিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা নিয়ে।
স্টারমার বলেন, ফাঁকা বুলি নয়, কোনো শর্ত নয় বিশ্বের কাছে এখন প্রয়োজন ব্যবস্থা নেয়া। তিনি ইউক্রেনকে শান্তির একটি পক্ষ বলে অভিহিত করেন। অন্যদিকে শান্তিচুক্তিকে পিছিয়ে দেয়ার জন্য বিলম্বিত পদক্ষেপ নিচ্ছেন পুতিন। স্টারমার বলেন, এখনওই বন্দুকের গুলি বন্ধ হওয়া উচিত।