বিশ্বব্যাপী জলবায়ু হুমকির মুখে বাংলাদেশ

আল আমিন:
গত দুই দশকে জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ দুর্যোগ, বিপর্যয় আর অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ। বিশ্বের জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদি ঝুঁকির তালিকায় বাংলাদেশের অবস্থান বর্তমানে সপ্তম। তবে আর্থিক ক্ষতির দিক থেকে দেশের অবস্থান আরও করুণ-পঞ্চম। এই তথ্য উঠে এসেছে জার্মানভিত্তিক গবেষণা সংস্থা ‘জার্মানওয়াচ’ কর্তৃক প্রকাশিত বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০২১ প্রতিবেদন থেকে।
২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে বিশ্বের ১৮০টি দেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে এই প্রতিবেদন প্রণয়ন করা হয়। বাংলাদেশ সম্পর্কে দেয়ারইন বলা হয়-এই ২০ বছরে দেশটি অন্তত ১৮৫টি বড় ধরনের জলবায়ু বিপর্যয়ের মুখে পড়েছে। এর মধ্যে ছিলো তীব্র ঘূর্ণিঝড়, দীর্ঘস্থায়ী বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধস, খরা প্রভৃতি। এসব দুর্যোগে প্রাণ হারিয়েছেন প্রায় ১১ হাজার ৪৫০ জন মানুষ এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে প্রায় ৩৭২ কোটি ডলার সমপরিমাণ।
দীর্ঘদিন ধরে শীর্ষে বাংলাদেশ
২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করছে জার্মানওয়াচ। সূচকে অবস্থান নির্ধারণের জন্য বিবেচনায় আনা হয়-জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের সংখ্যা, প্রাণহানি, আর্থিক ক্ষতির পরিমাণ এবং জনসংখ্যার ঘনত্ব। এক্ষেত্রে দেখা যায়, ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর শীর্ষে। এরপর কিছুটা উন্নতি হলেও সাম্প্রতিক বছরগুলোতে আবারও ঝুঁকির মাত্রা বেড়েছে।
সাম্প্রতিক তালিকায় বাংলাদেশের আগে রয়েছে পুয়ের্তোরিকো, মিয়ানমার, হাইতি, ফিলিপাইন, মোজাম্বিক ও বাহামা। বাংলাদেশের পরপর অবস্থানে রয়েছে পাকিস্তান, থাইল্যান্ড ও নেপাল।
শুধুমাত্র এক বছরের হিসাবেও বাংলাদেশের ভয়াবহ অবস্থা
প্রতিবেদনে শুধু ২০১৯ সালের চিত্রও তুলে ধরা হয়েছে। ওই বছরে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির পরিমাণ অনুসারে বাংলাদেশের অবস্থান ছিল ১৩তম। অথচ এক বছর আগেই, অর্থাৎ ২০১৮ সালে সেই অবস্থান ছিল ৮৮তম। মাত্র এক বছরের ব্যবধানে ৭৫ ধাপ অবনতি ভয়াবহ বিপদের ইঙ্গিত দেয়।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও বাংলাদেশের ঝুঁকি অনেক বেশি। ভারতের অবস্থান ২০তম, শ্রীলঙ্কা ২৩তম, ভুটান ১০৫তম এবং মালদ্বীপ ১৭৪তম স্থানে রয়েছে।
অতীতের দুর্যোগ এখনো দগদগে স্মৃতি
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ওপর সবচেয়ে ভয়াবহ যে জলবায়ুজনিত দুর্যোগগুলো আঘাত হেনেছে, তার মধ্যে রয়েছে-১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়, ১৯৯৫ ও ১৯৯৮ সালের প্রবল বন্যা, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর, ২০০৯ সালের আইলা, এবং সাম্প্রতিক সময়ে ফণী ও বুলবুলের মতো ঘূর্ণিঝড়। এসব দুর্যোগ বহু জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি কৃষি, মৎস্য, আবাসন, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোর ভয়াবহ ক্ষতি করেছে।
বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ আরও কঠিন
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর শুধু একটি বৈজ্ঞানিক বিষয় নয়, এটি রীতিমতো অর্থনীতির গভীর সংকটে পরিণত হয়েছে। আগে যেখানে জলবায়ুজনিত দুর্যোগ ছিল মূলত প্রাকৃতিক বিপর্যয়, এখন তা সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় টানাপড়েন সৃষ্টি করছে।
বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে এখন আরও বেশি প্রস্তুতি, পরিকল্পনা ও দ্রুত প্রতিক্রিয়া নেওয়ার মতো সক্ষমতা গড়ে তুলতে হবে। শুধু রাষ্ট্র নয়, ব্যক্তি, সমাজ, প্রতিষ্ঠান-সবাইকে সম্মিলিতভাবে এই সংকট মোকাবিলায় দায়িত্ব নিতে হবে। কারণ জলবায়ু পরিবর্তনের অভিঘাত একক কোনো সীমান্ত মানে না-এটি এক বৈশ্বিক বাস্তবতা, যার মুখোমুখি এখন বাংলাদেশের মতো জলবায়ুভিত্তিক দেশগুলো ভয়াবহভাবে দাঁড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *