‘ফ্যাসিস্টের দালাল ও সেবকদের পুনর্বাসন করতে দেয়া হবে না’

শুভদিন অনলাইন রিপোর্টার:

এফডিসি এমডি মাসুমা রহমান তানির নিয়োগ বাতিল ও চলচ্চিত্রে সংস্কারের দাবিতে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার বিকালে।
পরিচালক বদিউল আলম খোকনের সভাপতিত্বে বিএফডিসিস্থ প্রযোজক সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলন শুরু হয় বর্বরোচিত ধর্ষণে নিহত শিশু আছিয়ার হত্যাকারীদের বিচার ও ধর্ষকের ফাঁসি দাবি করে। এফডিসি এমডি’র নিয়োগ বাতিল করে নতুন এমডি নিয়োগের দাবি করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যে নায়ক, পরিচালক, প্রযোজক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বলেন, ১৬ বছরের হত্যা-গুম মামলা-হামলার ক্ষত এবং আবু সাঈদ, মীর মুগ্ধসহ হাজারো শহীদের রক্তে ভেজা বাংলাদেশে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের দালাল ও সেবকদের পুনর্বাসন করতে দেয়া হবে না।
তিনি বলেন, বর্ণচোরা ষড়যন্ত্রকারীরা সবসময় রাষ্ট্র পরিচালনাকারীদের ভেতর ঘাপটি মেরে থাকে। এদের চিহ্নিত করে পরিত্যক্তদের ভাগাড়ে নিক্ষেপ করার এখনই সময়। পলায়নকৃত ফ্যাসিস্টের দালালচক্র থেকে নিয়োগকৃত বিএফডিসি’র এমডি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, অবিলম্বে এই নিয়োগচুক্তি বাতিল করতে হবে। চলচ্চিত্রাঙ্গন আধুনিকায়নের লক্ষ্যে নতুন এমডি নিয়োগ দিয়ে সংস্কার কার্যক্রম শুরু করতে হবে। অন্যথায় চলচ্চিত্র কর্মীরা প্রতিরোধ ও আন্দোলনের মাধ্যমে বাধ্য করবে এই এমডিকে সরাতে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও প্রযোজক এম. এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, চলচ্চিত্র শিল্পী সমিতি’র ভারপ্রাপ্ত সম্পাদক অভিনেতা-প্রযোজক-পরিচালক আরমান, চিত্রনায়ক মেহেদি হাসান, চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদ, সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলুসহ অনেকে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থসংরক্ষণ কমিটি’র আহ্বায়ক বদিউল আলম খোকন বলেন, দাবি একটাই, বিএফডিসি’র এমডি পরিবর্তন করতে হবে। পাশাপাশি ষোলো বছরে অকার্যকর করে ফেলা এফডিসিকে ঢেলে সাজাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *