মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা দেখাতে না পারায় দুই সবজি ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত । সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার ভূমি আসাদুল হক।
এ সময় সবজি বাজার, মাছ বাজার ও ডিমের বাজার মনিটরিং এর পাশাপাশি ফুটপাত ছেড়ে দিয়ে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার জন্য সতর্ক করেন।
ঠাকুরগাঁও সদর সহকারী কমিশনার ভূমি আসাদুল হক জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যেন ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেজন্য শহরের পৌর কালীবাড়ি বাজারে অভিযান চালানো হয়। ‘অভিযানে পৌর বাজারে মূল্য তালিকা ও ক্রয়কৃত পণ্যের মূল রশিদ না থাকায় দুই সবজি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে বাজারে মূল্য তালিকা রাখার নির্দেশ দেওয়া হয়। সাধারণ ক্রেতাদের চলাফেরার সুবিধার্থে ফুটপাত ছেড়ে দিয়ে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সঠিক ভাবে ব্যবসা পরিচালনা করতে হলে মূল্য তালিকা টাঙ্গিয়ে কেনা বেচা করতে হবে। অভিযানে সদর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।