বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান মিন্টুর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল পৌণে ৩ টায় নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহারা মোড় এলাকায় খড়িবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই
হাবিবুর রহমান মিন্টু মৃত্যু হয়।
জানা যায় তিনি বড়শি দিয়ে পুকুরে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা হলেপথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
তাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলপরিদর্শন করেছেন।