শুভদিন অনলাইন রিপোর্টার:
দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান। তিনি দেশে যেমন জনপ্রিয়, ঠিক তেমনি ওপার বাংলায়ও তার কদর অনেক। কলকাতার সিনেমায় তার যাত্রা শুরু হয় ‘আবর্ত’ দিয়ে। তারপর একের পর এক সমালোচক প্রশংসিত চলচ্চিত্র উপহার দিয়েছেন। ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘কণ্ঠ’, ‘অর্ধাঙ্গিনী’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। গত ঈদে ঢাকায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমা। এদিকে, জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ডিয়ার মা’ এবং ‘পুতুলনাচের ইতিকথা’। এদিকে, পূজার সময়টা দুই দেশ মিলিয়েই কাটাচ্ছেন তিনি; যা নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। কলকাতার পূজা সম্পর্কে তিনি বলেন, এখানকার পূজা আমার কাছে দারুণ লাগে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা- সবই হয়। সঙ্গে আবার পূজা পরিক্রমাও থাকে। তাই এ বছর দুর্গাপূজার প্রথম ক’টা দিন কলকাতাতেই কাটালেন জয়া। নবমীর সকালে আবার বাংলাদেশেই পূজা কাটিয়েছেন তিনি। বাংলাদেশে জয়া যে কম্পাউন্ডে থাকেন, সেখানে বেশ ঘটা করে দুর্গাপূজা হয়। বিশাল মণ্ডপ, প্রতিমা দেখতে প্রচুর মানুষ আসেন। অভিনেত্রী জানালেন, সেখানে যোগ দিতেই তড়িঘড়ি করে কলকাতা থেকে দেশে আসা। না হলে তো এ বছরের মতো বাড়ির পূজা দেখা হবে না। দুই দেশের পূজার মধ্যে ঠিক কতোটা তফাত জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়। খাওয়া-দাওয়ার বিষয়ও আছে। তবে, কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা। এদিকে জয়া জানিয়েছেন, এবার বাংলাদেশে আসা বেশি দিনের জন্য নয়। দিন দুয়েক পরই আবার তিনি কলকাতায় ফিরবেন।