পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

শুভদিন অনলাইন রিপোর্টার:

আইসিসি নারী বিশ্বকাপে দূর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ১১৩ বল হাতে রেখে পাকিস্তানকে পরাস্ত করেছে বাংলাদেশ।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেকে প্রমান করলেন ২৮ বছর বয়সী ঝিলিক। ৭৭ বলে ৮টি বাউন্ডারিসহ ৫৪ রানে অপরাজিত ছিলেন ঝিলিক।
এর আগে লেগ স্পিনার স্বর্ণা আক্তারের ৫ রানে ৩ ও পেসার মারুফা আক্তরের ৩১ রানে ২ উইকেটে পাকিস্তান ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ ৩১.৩ ওভারে ৩ উইকেটে ১৩১ রান সংগ্রহ করলে ৭ উইকেটে জয় নিশ্চিত হয়।
টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় পাকিস্তান। সেই সুযোগটি দারুনভাবে কাজে লাগিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানী ব্যাটারদের কোনভাবেই পার্টনারশীপ গড়তে দেয়নি। মারুফা তার প্রথম ওভারের শেষ দুই বলে দুই উইকেট দখল করে পাকিস্তান শিবিরে প্রাথমিক ধাক্কা দেন। ওমাইমা সোহাইল ও অভিজ্ঞ সিদরা আমিনকে শূন্য রানে ফেরত পাঠান মারুফা। আরেক ওপেনার মুনিবা আলিকে ১৭ রানের বেশী করতে দেননি নাহিদা আক্তার। সেট ব্যাটার রামিন শামিমকে ২৩ রানে ফিরতি ক্যাচে পরিনত করে বাংলাদেশকে আবারো সাফল্য এনে দেন নাহিদা।
অধিনায়ক ফাতিমা সানা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২২ রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন।
বাকি কাজটুকু সেড়েছেন স্বর্ণা। দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে তিনি পাকিস্তানের স্কোর বড় হতে দেননি।
১৩০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে শুরু থেকেই আত্মবিশ্বাসী মনে হয়েছে। যদিও দলীয় ৭ রানে ওপেনার ফারজানা হককে (২) হারায় বাংলাদেশ। কিন্তু একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন ঝিলিক। দলীয় ৩৫ রানে শারমিন আক্তারের (১০) উইকেট হারানোর পর অধিনায়ক জ্যোতির সাথে জুটি গড়ার চেষ্টা করেন ঝিলিক।
তৃতীয় উইকেটে ঝিলিক-জ্যোতি জুটি ৬২ রান যোগ করলে বাংলাদেশের জয় সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়। ৩১.১ ওভারে সোবহানা মোস্তারিকে (২৪) নিয়ে বাংলাদেশকে এবারের আসরের প্রথম জয় উপহার দেন ঝিলিক।
বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখানো মারুফা হয়েছেন ম্যাচ সেরা।
৭ অক্টোবর গৌহাটিতে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *