সোনারগাঁয়ে জমি দখলকে কেন্দ্র করে অভিযোগ–পাল্টা অভিযোগ, উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলাপদী এলাকায় জমি দখলকে কেন্দ্র করে অভিযোগ–পাল্টা অভিযোগের ঘটনাকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। জমি দখলের অভিযোগে এক পক্ষ সংবাদ সম্মেলন করার পর, অপর পক্ষ পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলন করে নাজমুল হুদা অভিযোগ করেন, তার পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে।

এ প্রসঙ্গে শনিবার (০৪ অক্টোবর) বাদ আসর মোগরা পাড়া চৌরাস্তায়  কলাপাতা রেস্টুরেন্টের হলরুমে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন অভিযুক্ত আল মামুন বাবু, শহিদুল ইসলাম পান্না, রুহুল হায়দার শামীম, মফিজুল ইসলাম মুকুল ও শরিফ হোসেন। তারা নাজমুল হুদার অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দেন।

তাদের দাবি, প্রয়াত এম এ বাসেদ-এর কাছ থেকে নিয়ম মাফিক টাকা পরিশোধ করেই জমি ক্রয় করা হয়েছে। কিন্তু বাসেদ মারা যাওয়ার পর তার ছেলে নাজমুল হুদা উক্ত জমি নিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের মানহানি করার চেষ্টা চালাচ্ছেন।

অভিযোগকারীরা আরও বলেন, নাজমুল হুদা নিজেকে এনসিপি’র সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন মহলে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তারা মনে করেন, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নাজমুল হুদা আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন।অভিযুক্তরা স্পষ্ট করে জানান, “আমরা ব্যবসায়ী, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। এই জমির সঙ্গে রফিকুল হায়দার বাবু ও কাজী নাজমুল ইসলাম লিটুর কোনো সম্পর্ক নেই।”পাল্টা সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয় এবং নিরীহ ও অরাজনৈতিক  মানুষের মানহানি না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *