হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এ আর রহমান

শুভদিন অনলাইন রিপোর্টার:

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অস্কারজয়ী খ্যাতিমান সংগীত পরিচালক এ আর রহমান। এর আগে অসুস্থ হয়ে বুকে ব্যথা অনুভব করায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মূলত ডিহাইড্রেশন এর কারণেই অসুস্থ হয়েছিলেন তিনি।
জানা যায়, শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফেরেন এ সঙ্গীত পরিচালক। বিদেশ থেকে ফেরার পরই অসুস্থতা অনুভব করেন। তড়িঘড়ি চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কয়েকঘণ্টা চিকিৎসার
এ আর রহমানের ছেলে আমিন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, যদিও আমরা রুটিন কয়েকটি পরীক্ষা নিরীক্ষা তাকে হাসপাতালে নিয়ে যেতাম। তবে আমার বাবা ডিহাইড্রেশনের জন্য কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু আমি খুশি যে উনি এখন সুস্থ রয়েছেন। যারা এই বিপদের দিনে পাশে ছিলেন, যারা বাবার আরোগ্য কামনা করেছেন, তাদের পাশে আছি। সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই।
রহমানকন্যাও একই বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন। এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন অস্কারজয়ী সঙ্গীতশিল্পীর শারীরিক পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি লেখেন, এ আর রহমানের অসুস্থতার খবর পাওয়ামাত্রই আমি ওই হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করি। রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিই। বর্তমানে তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী কয়েকদিন চিকিৎসকদের পরামর্শমতো চলতে হবে রহমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *