আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি:
‘আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি , দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ পালিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।
দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের সদস্যদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই দিবসের লক্ষ্য ও তাৎপর্য্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান।
এসময় কন্যা শিশুর স্বপ্ন ও দেশের কল্যাণে কন্যাদের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, গাংনী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মাসুম, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সাংবাদিক রফিকুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা তথ্য আপা রিফাত জাহান, মহিলা বিষয়ক কার্যালয়ের সেলাই ট্রেডের প্রশিক্ষণার্থী দিলরুবা খাতুন, সন্ধানী স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী উম্মে হাবিবা মিমি প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি আনোয়ার হোসেন কিশোর কিশোরী ক্লাব কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী তেঁতুলবাড়ীয়া কিশোর কিশোরী ক্লাবের সদস্যা মিম আক্তার, গাংনী পৌর সভা কিশোর কিশোরী ক্লাবের ফাতিমা তুজ জহুরা ও হাবিবা খাতুনের হাতে পুরস্কার তুলে দেন।
আলোচনা সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, মহিলা বিষয়ক অফিসের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী অংশ নেন।