টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ!

শুভদিন অনলাইন রিপোর্টার:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে চলমান নাটকে নতুন মোড় নিতে শুরু করেছে। নিরাপত্তা উদ্বেগের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। ফলে গত শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের বদলে এবারের বিশ্বকাপে জায়গা করে নেয় স্কটল্যান্ড।
এখন নাটকের নাটকের নতুন মোড়টা কী? এবার আইসিসি হয়তো বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পারে। তবে সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে প্রথম সুযোগ।
এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। সেটা হলে লজিস্টিকাল চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’
পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না—সে সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে বাংলাদেশের অবস্থান। এই সংক্রান্ত প্রতিবেদন সামনে আসার পর বিশ্বকাপে খেলা নিয়ে নিজেদের অবস্থান আরও সতর্কভাবে পর্যালোচনা করছে বাংলাদেশ।
অন্যদিকে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে, তাহলে কঠোর শাস্তির মুখে পড়ার শঙ্কা রয়েছে। আইসিসি জানিয়েছে, এমন সিদ্ধান্ত নিলে শুধু বিশ্বকাপই নয়, এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তান।
বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই খবর এখন পুরোনো। কেননা, আইসিসি ইতোমধ্যে বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করেছে। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে এসেছে তারা।
তবে এবার ভিন্ন এক খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। পিসিবির সূত্রের বরাত দিয়ে, পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে যাচ্ছে পাকিস্তান।
আরেকটি সূত্রে জিও সুপার জানাল, শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করতে চায় তারা। অর্থাৎ একটি ম্যাচ খেলবে না টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। সালমান আগার দল তাদের গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। বোর্ডের ভেতরের সূত্র জানিয়েছে, তারা প্রতিবাদের নানা ধরন যাচাই করছে এবং সব রাস্তাই খোলা রেখেছে, সেটা হতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ না করা-ও। সূত্রগুলো উল্লেখ করেছেন, ভারত ম্যাচ বয়কট করেও আইসিসিকে ক্ষতির মুখে ফেলার কথাও ভাবছে তারা। সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতে দ্বিতীয়বার ভাবছে না পাকিস্তান।
সবকিছু ঠিক থাকলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার (২২ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বসবেন। সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন তিনি। তারপরই চূড়ান্ত ঘোষণা দেবেন, তারা বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলকে পাঠাবেন নাকি পাঠাবেন না! নাকি শুধু ভারত ম্যাচ বয়কট করবে তারা! পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এখন গোটা ক্রিকেট দুনিয়া।
যদিও পাকিস্তান ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *