আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে তড়কা বা অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা ও গবাদিপশুর টিকা গ্রহনে উদ্বুদ্ধকরণ বার্তা দেয়া হয়েছে। প্রাণি সম্পদ অফিসের মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রচার প্রচারণা করতে ও সকল শ্রেণিপেশার লোকজনের সার্বিক সহযোগিতার আহবান জানানো হয়েছে।
গাংনী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে তড়কা বা অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে। গাংনী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী জানান, গাংনী উপজেলা একটি অ্যানথ্রাক্স প্রবণ এলাকা হওয়ায় এখানে মানুষের মধ্যে ইদানিং অ্যানথ্রা রোগের প্রকোপ দেখা গেছে। এটা একটি জুনেটিক রোগ যা সাধারনত অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণি, জবাই, মাংস প্রক্রিযাজাত করণ ও ভক্ষণের মাধ্যমে মানুষে ছড়ায়। গবাদিপশুকে (গরু, ছাগল, ভেড়া, মহিষ) টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা যায়।
তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারী হাসপাতাল এর উদ্যোগে স্থানীয় পর্যায়ে ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে।
গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরও জানান, অসুস্থ প্রাণি জবাই ও ভক্ষণ থেকে বিরত থাকার জন্য জনসাধারণকে
সতর্ককরণ ও গবাদিপশুর টিকা গ্রহনে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের মাধ্যমে
বিষয়টি উপস্থাপন করার জন্য বিশেষ ভাবে অনুওে াধ জানানো হয়েছে।