দেশব্যাপী মোবাইল কোর্ট অভিযান: নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

শুভদিন অনলাইন রিপোর্টার:

পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে আজ (রবিবার) দেশের বিভিন্ন জেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

নাটোর জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বগুড়া হতে রাজশাহীগামী জেরিন পরিবহনের একটি বাস থেকে আনুমানিক ২০০ কেজি সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্টে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। নাটোর সদর থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক অবৈধ ইটভাটা বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেন। চণ্ডিহারা এলাকায় অবস্থিত মেসার্স এলাহী বক্স ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ইটভাটা মালিককে পরিবেশবান্ধব ব্লক ইট বা FAL-G ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এর নেতৃত্বে দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রথম অভিযানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের অবৈধ হাইড্রোলিক হর্ন বিরোধী অভিযানে ৪টি হর্ন জব্দ ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দ্বিতীয় অভিযানে আমিরাবাদ স্কুল রোড এলাকায় আবদুল কাদেরের পলিথিন গোডাউন থেকে ৬১০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং মালিক মোঃ আবদুল কাদেরকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।

নওগাঁ জেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১৭ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ১টি মামলায় ১বহাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খুলনা জেলায় দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রথমটিতে, পূজাখোলা-বয়রা এলাকায় ক্ষতিকর কালো ধোঁয়া নিঃসরণের দায়ে একটি যানবাহনকে ১ভহাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় অভিযানে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় ৯টি গাড়ি থেকে ১৯টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। উভয় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে পলিথিন, অবৈধ ইটভাটা, কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান সারাদেশে নিয়মিতভাবে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *