শুভদিন অনলাইন রিপোর্টার:
আপন নীড়ে ফিরেছেন হামজা চৌধুরী। পা রেখেছেন বাংলাদেশে। যদিও এবার প্রথম নয়, এর আগেও মাতৃভূমিতে এসেছেন হামজা। তবে এবারের ফেরাটা ভিন্ন, এবার হামজা ফিরেছেন দেশের হয়ে খেলতে।
জাতীয় দলে খেলার উদ্দেশে বাংলাদেশে এলেন হামজা দেওয়ান চৌধুরী। আজ সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি। হামজার সাথে আছে তার পরিবারের সদস্যরা।
এইদিকে ইউরোপীয় ফুটবলে খেলা ‘বাংলাদেশী’ এই ফুটবলারকে বরণে উৎসব মুখর হয়ে উঠেছে সিলেটে। নগরীর ওসমানী বিমানবন্দরে ভিড় করেছেন দর্শক-সমর্থকরা। হামজাকে স্বাগত জানিয়ে স্লোগান দিচ্ছেন তারা।
হামজা একাই আসেননি, সাথে আছেন তার মা, স্ত্রী, তিন সন্তান ও দু’ভাই। বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী চলে এসেছেন আরো আগেই।
হামজাকে স্বাগত জানাতে স্থানীয় ক্রীড়া সংগঠকরা ছাড়াও এসেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অন্তত আট কর্মকর্তা। আছেন স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও।
জানা গেছে, বিমানবন্দর থেকে বেড়িয়ে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে; নিজ বাড়িতে। হামজার আগমনকে ঘিরে স্নানঘাটসহ পুরো জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। সাজ সাজ রব পড়েছে গ্রামে।
গ্রামের মানুষদের সাথে আজকের দিনটা কাটাবেন হামজা। এমনটাই জানিয়েছেন হামজার বাবা। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘গ্রামের বাড়িতে স্থানীয় লোকজনের সাথে দেখা করবেন হামজা। আজ সেখানে ইফতার বিতরণ করা হবে। তাছাড়া হামজা নিজে একটি এতিমখানা চালান। সেখানে ইফতারি বিতরণ করে হামজা নিজের বাসায় আসবেন।’
যুক্তরাজ্যে জন্মগ্রহণ করা হামজা ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছিলেন। তবে গত বছর ইংল্যান্ড ও ফিফার বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পান তিনি।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়েই লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে হামজার।