রাশিয়ার তেল কেনা বন্ধ করবে বলে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি নয়াদিল্লির

আন্তর্জাতিক ডেস্ক:

নয়াদিল্লি রুশ তেল কেনা বন্ধ করবে বলে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করেছেন।

কয়েক মাস আগে রুশ তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি (মোদি) আমাকে আশ্বস্ত করেছেন যে রাশিয়া থেকে আর তেল কেনা হবে না। যদিও  রাতারাতি এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। কিছুটা সময় লাগবে, তবে প্রক্রিয়াটি শিগগিরই শেষ হবে।

যদিও ট্রাম্পের এমন মন্তব্যের বিষয়ে ভারত তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কারণ, মোদি বরাবরই রাশিয়া থেকে তেল কেনার পক্ষে যুক্তি দেখিয়েছেন। কারণ, মস্কো ভারতের ঐতিহাসিক অংশীদার। এমনকি ইউক্রেনে আগ্রাসনের পরও দু’দেশের সম্পর্ক স্বাভাবিক রয়েছে।

এদিকে, সম্পর্ক মেরামতের ইঙ্গিত দিয়ে শনিবার সদ্য নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন মোদি।

তবে, মোদি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঠিক করার ইঙ্গিত দিয়েছেন। শনিবার ভারতে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা সার্জিও গোর নয়াদিল্লিতে পৌঁছান। এর কয়েক ঘণ্টার মধ্যেই মোদি তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকের পর গোর জানান, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে এবং তিনি নিজেও এ ব্যাপারে আশাবাদী। ট্রাম্প ও মোদির মধ্যে সাম্প্রতিক টেলিফোন আলাপের কথাও উল্লেখ করেন মার্কিন রাষ্ট্রদূত।

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প মোদির র প্রশংসা করে বলেন, জওহরলাল নেহরুর পর দীর্ঘতম সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘মোদি একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন’।

ট্রাম্প আরও বলেন, ‘আমি তার (মোদি) রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাই না। বহু বছর ধরে আমি ভারতকে পর্যবেক্ষণ করছি, এটি অসাধারণ একটি দেশ। আগে প্রায় প্রতি বছরই সেখানে নতুন নেতা আসত, কিন্তু আমার বন্ধু অনেকদিন ধরে ক্ষমতায় আছেন।’

গত আগস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত ভারতীয় পণ্যের শুল্ক ৫০ শতাংশে উন্নীত করে। সেসময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা অভিযোগ করেন, রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেনে যুদ্ধকে উৎসাহ দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *