আমিরুল ইসলাম অল্ডাম, মেহেরপুর জেলা প্রতিনিধি :
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিসি-৩, মেহেরপুরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর), সকালের দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১২, সিপিসি-৩ সূত্রে জানা যায়, অধিনায়কের দিকনির্দেশনায় মেহেরপুর কোম্পানির একটি চৌকস দল সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান বিজয় (২২) কে আটক করে। সে উপজেলার কাথুলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের গাড়াবাড়ীয়া গ্রামের মৃত জিয়ারত ইসলামের পুত্র।
অভিযানের সময় তার কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা ক্রয় করে নিজ এলাকা ও আশপাশের এলাকায় বিক্রি করতো। এতে স্থানীয় যুব সমাজ মাদকের দিকে ঝুঁকছে বলেও জানা যায়।
এ ঘটনায় গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-৩ কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং “নিরাপদ বাংলাদেশ” গঠনে র্যাব সর্বদা বদ্ধপরিকর।