যুব এশিয়ান গেমস: মেয়েদের হাত ধরে বাংলাদেশের প্রথম পদক

শুভদিন অনলাইন রিপোর্টার:

আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোনো সাফল্য বা পদক জয় সবসময়ই স্বর্ণাক্ষরে লেখা থাকে। কেননা এ সফলতা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসের অংশ। এশিয়ান যুব গেমসের তৃতীয় আসরে ইতিহাস রচনা করল কাবাডি দলের মেয়েরা। আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। এবার কাবাডি ইভেন্ট দিয়ে এশিয়ান যুব গেমসে অধরা পদক জয়ের স্বাদ পেল লাল-সবুজের দেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের মেয়েরা। যা যুব এশিয়ান গেমসের ইতিহাসেও নতুন অধ্যায় শুরু করল বাংলাদেশ। গতকাল বাহরাইনে তৃতীয় এশিয়ান যুব গেমসে এ কীর্তি গড়ে তারা। গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়।
বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে দুই দলের মধ্যে দিনের ম্যাচে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দুই দলই সমান ২২ পয়েন্ট করে সংগ্রহ করে, ফলে শেষ পর্যন্ত ৭ পয়েন্টের ব্যবধানে ৪৭-৪০ স্কোরে জয় পায় বাংলাদেশ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে মেয়েরা। দেশের হয়ে প্রথমবারের মতো যুব এশিয়ান গেমসে পদক জয়ের গৌরব তো আর প্রতিদিন আসে না। এর আগে গ্রুপ পর্বে ভারত, ইরান ও থাইল্যান্ডের বিপক্ষে হারলেও মেয়েরা হাল ছাড়েনি। শেষ সুযোগটিই কাজে লাগিয়ে ইতিহাস গড়েছে তারা। মেয়েদের কাবাডিতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। অন্যদিকে বালক কাবাডি বিভাগেও আশার আলো দেখাচ্ছে বাংলাদেশ দল। সাত দলের মধ্যে ইতোমধ্যে শ্রীলঙ্কা ও ইরানকে হারিয়েছে লাল-সবুজের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *