আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গুর ভয়াবহতা প্রতিদিনই বাড়ছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে মশা নিধনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ—প্রতিদিন নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে গেছে, তবুও কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মশা নিধন কর্মসূচি কাগজে-কলমে সীমাবদ্ধ। রাস্তাঘাট, ড্রেন, ও নোংরা জলাশয়ে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার রোধে কোনো উদ্যোগই চোখে পড়ছে না। এর ফলে ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহর পর্যন্ত।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। তবে প্রশাসনের উদাসীনতা ও অদক্ষতার কারণে সাধারণ মানুষ দিশেহারা।
এলাকাবাসীর ক্ষোভ “প্রশাসনের দায়িত্ব শুধু কাগজে কথা বলা নয়, মাঠে কাজ দেখা। ডেঙ্গুতে মানুষ মরছে, অথচ তারা মশা মারার গাড়িটাও বের করছে না!”
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনই কঠোর পদক্ষেপ না নিলে সোনারগাঁয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
প্রশাসনের প্রতি এলাকাবাসীর দাবী—অবিলম্বে মশা নিধনে কার্যকর অভিযান, নোংরা জলাশয় পরিষ্কার, এবং জনসচেতনতা বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ডেঙ্গুতে মৃত্যু ও সংক্রমণের হার আরও ভয়াবহ রূপ নেবে।