গাজায় ইসরাইলের নতুন হামলা: গত বছরের চেয়ে গাজায় ‘একদিনে সর্বোচ্চ’ শিশু নিহত হয়েছে : ইউনিসেফ প্রধান

শুভদিন অনলাইন রিপোর্টর:

জাতিসঙ্ঘের শিশুদের কল্যাণ, উন্নতি ও নিরাপত্তাবিষয়ক সংস্থার (ইউনিসেফ) প্রধান ক্যাথেরিন রাসেল মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরাইলের মারাত্মক বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সেখানে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, যা গত বছরের থেকেও বেশি।
তিনি এক বিবৃতিতে বলেন, ‘আজকের হামলার পর গাজা উপত্যকা থেকে যে প্রতিবেদন ও চিত্র উঠে এসেছে তা ভয়াবহ। ১৩০ জনেরও বেশি শিশুসহ শত শত মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। এটি গত বছরের মধ্যে একদিনে শিশু মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।’
রাসেল জোর দিয়ে বলেন, ধর্মঘট কেবল প্রাণহানিই করছে না, এটি ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্ভোগ বাড়িয়ে তুলেছে।
তিনি বলেন, ‘কিছু হামলার খবরে জানা গেছে, অস্থায়ী কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া ঘুমন্ত শিশু ও তাদের পরিবারের আঘাত হানা হয়েছে, যা এটাই মনে কারিয়ে দেয় যে গাজার কোথাও নিরাপদ নয়।’
গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি ইসরাইলি সাহায্য অবরোধের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘মানবিক সাহায্য বহনকারী শেষ ট্রাকটি গাজায় প্রবেশের পর ষোল দিন হয়ে গেছে। এছাড়াও মূল ডিস্যালিনেশন প্ল্যান্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে পানীয় জলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আজ গাজার দশ লাখ শিশু, যারা ১৫ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ সহ্য করেছে, তারা আবার ভয় ও মৃত্যুর জগতে নিমজ্জিত হয়েছে। আক্রমণ ও সহিংসতা এখনই বন্ধ করতে হবে।’
ইউনিসেফ প্রধান অবিলম্বে যুদ্ধবিরতি বন্ধ এবং সকল পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি পুনর্বহাল করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা প্রভাবশালী দেশগুলোকে পরিস্থিতির আরো অবনতি না ঘটানোর জন্য তাদের ক্ষমতা ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’

সূত্র : মিডল ইস্ট মনিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *