সোনারগাঁয়ে আওয়ামী কর্মীদের হামলা, নারীকে পিটিয়ে অজ্ঞান, স্বর্ণালংকার ও নগদ লুট

আনিসুর রহমান নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৈত্রিক সম্পত্তি দখল ও চাঁদাবাজির জেরে আওয়ামী কর্মী পরিচয়ধারী একদল সন্ত্রাসীর নৃশংস হামলায় শাহ আলম (৪২) নামে এক ব্যক্তির স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শাহ আলম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলরদী গ্রামের মৃত আবদুল মান্নানের পুত্র মোঃ শাহ আলম দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন। কিন্তু স্থানীয় আওয়ামী কর্মী আমির হোসেন (৪৮), তাওলাদ (৪৬), মনির হোসেন, আমজাদ (৪২), রাব্বি (২২) সহ আরও ৭-৮ জন উশৃঙ্খল প্রকৃতির ব্যক্তি ঐ সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলেন। তারা শাহ আলমের কাছে বারবার মোটা অংকের চাঁদা দাবি করে ব্যর্থ হলে হুমকি দিতে শুরু করেন।

ঘটনার প্রথম পর্ব:
গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপরোক্ত বিবাদীরা দেশীয় অস্ত্র—রামদা, লোহার পাইপ, বাঁশের লাঠি ও কাঠের সোঁটা নিয়ে শাহ আলমের নির্মাণাধীন ভবনে হামলা চালায়। তারা শাহ আলমের কাছ থেকে চাঁদা দাবি করে; চাঁদা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। প্রতিবাদ করলে শাহ আলম, তার বড় ভাই বিল্লাল হোসেন (৫৫) ও ভাতিজা আল আমিন (১৬)-এর ওপর এলোপাথারি আঘাত হানে। হামলাকারীরা লোহার রড, কাঠের লাঠি ও বাঁশের সোঁটা দিয়ে পিটিয়ে তাদের মারাত্মক জখম করে, পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

দ্বিতীয় দফা হামলা:
পরদিন ২৮ অক্টোবর ২০২৫ বিকেলে একই গোষ্ঠী আরও বেপরোয়া হয়ে ওঠে। ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল নির্মাণাধীন এলাকায় পুনরায় হামলা চালায়। প্রাণ বাঁচাতে শাহ আলম, তার ভাই ও ভাতিজা নৌকায় উঠে পালাতে সক্ষম হলেও, তার স্ত্রী মুক্তা (৩২) পালাতে না পেরে হামলাকারীদের টার্গেটে পরিণত হন।
ভুক্তভোগী শাহ আলম জানান , মুক্তার মাথায় এলোপাথারি লোহার রড ও বাঁশের লাঠির আঘাতে মারাত্মক জখম হয়, এবং এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে।

আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান:
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেদ জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *