বন্ধু

শাহনাজ পারভীন মুক্তি

জীবন থেকে নেয়া গল্প
জমে থাকে হৃদয়ে,
চলতে চলতে একদিন
বোঝা হয়ে যায় মনে
আষ্টেপৃষ্টে জেকে বসে মাথায়
যা কিছুতেই ঝেড়ে ফেলা
যায় না,সকলি তুচ্ছ মনে হয়।
মানুষের কাছে শেয়ার করে
কি লাভ হয় তেমন?
এমন বন্ধু ক’জন থাকে
আগলে রাখার একটা ভালো মন,
মানবতা মমতা আর
ভালোবাসা দিয়ে ঘিরে রাখবে
এমন বন্ধু আছে কি সবার?
চেহারায় একটু মলিনতা
হাটার ভাব-গতি,অন্যমনস্কতা
এসব দেখে বন্ধু ঠিক বুঝে যায়
বন্ধুর মনে ব্যথার সমাগম।
টাকায় না হোক কথায় তবু দেয়
সান্তনা,কখনো বা নিজের বিশেষ
কাজের জন্য জমানো অর্থ থেকে
বন্ধুকে সোপর্দ করে হাসিমুখে।
বিপদে আপদে,ঠেকায় ছ্যাঁকায়
পাশে থেকে সহানুভূতি দেখায়
সেই তো বন্ধু!
যে নিজের কষ্ট ভুলে
তোমার জন্য করে ত্যাগ,
বন্ধু একটা সুরভিত ফুল
যে স্বার্থহীনভাবে উপভোগ করে
বন্ধুর প্রতিটা আনন্দ সুখ।
যে তোমাকে উপহার দেয়
তোমার বেদনায় সমব্যথী মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *