কুয়েত মৈত্রী হাসপাতালে নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ছয় মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ-স্বাস্থ্য সচিব

শুভদিন অনলাইন রিপোর্টার:

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান আজ উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি  হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালটির নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ছয় মাসের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি জনবল নিয়োগ, আসবাবপত্র ও যন্ত্রপাতি ক্রয়সহ অন্যান্য সকল কাজ যথাসময়ে শেষ করতে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল হাসান উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব বলেন, কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি উত্তরা এলাকায় একমাত্র সরকারি হাসপাতাল হওয়ায় এখানে জরুরি বিভাগে রোগীর সংখ্যা অনেক। সে তুলনায় হাসপাতালের প্রস্তুতি দূর্বল। জরুরি বিভাগকে আরো বেশি কার্যকর করা, জরুরি  অপারেশনের ব্যবস্থা করা এবং বন্ধ হওয়া ১০টি আইসিইউ দ্রুত চালু করার উদ্যোগ নিতে হবে।

সাইদুর রহমান হাসপাতালের পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশের উন্নয়ন করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে রোগীদের জন্য দেওয়া খাবার পরীক্ষা করে সন্তোষজনক পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *