পোরশায় নীতপুর সীমান্তে দুই ভারতীয় মহিষ আটক

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় ১৬ বিজিবি নিতপুর বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন দুটি মহিষ আটক করেছে।
৯ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ১১টায় আরআইবি/এস আইপি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১/৫ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে স্থান হববুর আমবাগানের ভিতরে মহিষ দুটি বিচরণ করতে দেখা যায়। খবর পেয়ে বিশেষ টহল কমান্ডার জেসিও-১০৭৯৯ নায়েব সুবেদার মোহাম্মদ আলী খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে মালিক বিহীন ০২ টি ভারতীয় মহিষ আটক করেন বলে জানান সুবেদার আব্দুল আওয়াল।
তিনি আরও জানান, মহিষ দুটির বর্তমান বাজার মূল্য চারলক্ষ টাকা মাত্র। মহিষ দুটো কাস্টমে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *