আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার তদন্ত শেষ : চিফ প্রসিকিউটর

শুভদিন অনলাইন রিপোর্টার:

জুলাই-আগস্ট গণহত্যায় আশুলিয়ার ছয় লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে আশুলিয়ায় হত্যার পর ছয় লাশ পোড়ানোর ঘটনার মামলার সার্বিক তদন্ত পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে। এটিই প্রথম কোনো মামলা যেটির তদন্ত সম্পন্ন হলো। আরো ৩-৪টি মামলার তদন্তও শেষের পথে। ঈদের পরপরই শেষ হবে সেগুলো। এই রিপোর্টগুলো আসার পরপরই আনুষ্ঠানিক যে অভিযোগ তা আমরা দাখিল করব। এরপরই শুরু হবে বিচার।
উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ সপ্তাহে এই মামলায় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলামসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ৫ আগস্ট ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে দেয়া হয়েছিল, শুনানি শেষে এমনটাই বলেছিলেন চিফ প্রসিকিউটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *