তারেক রহমান এখনও ভোটার হননি বললেন নির্বাচন কমিশন

শুভদিন অনলাইন রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ সোমবার (১ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আখতার আহমেদ বলেন, আমার জানামতে, তারেক রহমান ভোটার হননি এখনও। তারেক রহমানের প্রার্থিতা বা ভোট দেয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিতে পারবে।

তিনি জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারে।

‎নতুন দল নিবন্ধনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

সম্প্রতি বিএনপির সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, চলতি মাসের মধ্যভাগে দেশে ফিরে তারেক রহমান ভোটার হবেন। নির্বাচন কমিশন (ইসি) জানায়, বয়সসীমা পূরণ থাকা সত্ত্বেও কেউ ভোটার তালিকা থেকে বাদ পড়লে যে কোনো সময় আবেদন করে ভোটার হতে পারেন। তবে যারা নতুন ভোটার হওয়ার সময়সীমা (৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর) মিস করেছেন, তাদের এখন আর অন্তর্ভুক্তির সুযোগ নেই। যেহেতু তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন, তাই মনোনয়নপত্র জমার আগেই তাকে ভোটার হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *