সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মাদক–জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুর পুলিশ সুপারের

মোঃ নূরুল ইসলাম সবুজ গাজীপুরঃ
গাজীপুরে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন নবাগত পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। নতুন দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

সভায় পুলিশ সুপার বলেন, গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। মাদক, জুয়া, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে, কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি সমাজের শান্তি–শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান,ডিআইও ১ মোঃ আবুল বাশার মিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *