
ছোট্ট খুকি
শাহনাজ পারভীন মুক্তি
ছোট্ট খুকি ছোট্ট খুকি
করছো তুমি কি,
এই দেখো না তোমার জন্য
পুতুল কিনেছি।
লাল জামা আর জুতো দেব
চুপ চুপ গল্প বলে,
তোমায় আমি ঘুম পাড়িয়ে
রাখবো আঁচল তলে।
একটা ময়না পাখি দেব
দেবো রেশমী চুড়ি,
রাঙা ঠোঁটের টিয়া দেব
ওরে ছোট্ট বুড়ি।
একটা ছড়ার বইও আছে
নেবে তুমি কি?
তোমায় দেবো পরশমনি
তাও এনে রেখেছি।