সোনারগাঁওয়ে চৈতি গার্মেন্টসে কেমিক্যাল লরি থেকে বিপজ্জনক তরল ছড়িয়ে পড়ে শ্রমিক হতাহত

আনিসুর রহমান, সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৈতি গার্মেন্টস চত্বরে কেমিক্যালবাহী একটি লরি থেকে হঠাৎ করেই বিপজ্জনক কেমিক্যাল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। বড় ধরনের রাসায়নিক বিপর্যয় এড়ানো গেলেও শ্রমিকদের ওপর নেমে আসে এক চরম দুর্ভাগ্য। হঠাৎ সৃষ্ট বিশৃঙ্খলায় সিঁড়ি বেয়ে নামতে থাকা একাধিক শ্রমিক আহত ও গুরুতরভাবে হতাহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লরি থেকে কেমিক্যাল ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কি, পড়ে যাওয়া এবং পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এতে কয়েকজন শ্রমিক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা অভিযোগ করেন, কারখানাটিতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ব্যবস্থায় নানা গলদ ছিল। বারবার অভিযোগ করা সত্ত্বেও মালিকপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি। তাদের মতে, এই অবহেলার ফলেই শ্রমিকদের জীবন আজ ঝুঁকিতে পড়েছে।

ঘটনার পর দ্রুত ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার তৎপরতায় নামেন। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন শ্রমিকদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত শ্রমিকরা অভিযোগ করেন, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ঘটনা ঘটেছে। তাদের দাবি, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে। তারা এর সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই ঘটনাটি আবারও সামনে এনে দিয়েছে দেশের গার্মেন্টস খাতের নাজুক নিরাপত্তা বাস্তবতা। যেখানে কয়েকটি অসচেতন সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে হাজারো শ্রমিকের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *