রেজা কিবরিয়াসহ ৩৬ জনের মনোনয়ন ঘোষণা করলো বিএনপি

শুভদিন অনলাইন রিপোর্টার:

সদ্য বিএনপিতে যোগ দেয়া ড. রেজা কিবরিয়া দলীয় মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরও মনোনয়নপ্রাপ্ত আরও ৩৬ জনের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হবিগঞ্জ- ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়ার নাম ঘোষণা দেন তিনি।

এর আগে সোমবার (০১ ডিসেম্বর) বিএনপিতে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে তিনি বলেন, ‘রেজা কিবরিয়া শুধু তার এলাকায় নয়, সারা বাংলাদেশে প্রভাব বিস্তার করবে। তার মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সহায়তা হবে। আগামী নির্বাচনে জনগণ সমর্থন করলে গণতান্ত্রিক সমৃদ্ধ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তুলতে পারবে বিএনপি। কারণ, বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা আছে। সুযোগ পেলে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *