আফগান-পাকিস্তান সীমান্তে নতুন সংঘর্ষে হতাহত ৮

শুভদিন অনলাইন রিপোর্টার:

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চরম উত্তেজনার মধ্য দিয়ে শুক্রবার রাতে এক রক্তক্ষয়ী সংঘর্ষে চার জন নিহত ও আরও চার জন আহত হয়েছে।

আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় স্পিন বোল্ডক জেলার গভর্নর আবদুল করিম জাহাদ বার্তা সংস্থা এএফপি-কে বলেন, পাকিস্তানের সীমান্ত শহর চামানের স্থানীয় হাসপাতালে আহতদের মধ্যে তিন জনকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সীমান্তে সংঘটিত এই সংঘর্ষে উভয় পক্ষই একে ‘বিনা উস্কানিতে হামলা’ হিসেবে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

অক্টোবরের প্রতিবেশী দেশ দুটি’র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

সীমান্তবর্তী আফগান নাগরিকদের মতে, সংঘর্ষ স্থানীয় সময় প্রায় রাত ১০টা ৩০ মিনিট নাগাদ শুরু হয় এবং দুই ঘণ্টা পর্যন্ত চলে। আফগান কর্মকর্তারা জানান, পাকিস্তানের বাহিনী হালকা ও ভারী অস্ত্র ও মর্টার ব্যবহার করেছে, যার কারণে নাগরিকদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা ২০২১ সালে তালেবানদের ক্ষমতায় ফেরার পর থেকে বাড়ছে।

সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা সংকট থাকায়, স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে।

পাকিস্তান জানিয়েছে, সাহায্য সরবরাহ ও সামরিক সংঘর্ষ আলাদা বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *