শুভদিন অনলাইন রিপোর্টার:
শেষ কোয়ার্টারে অস্ট্রিয়ার দারুণ চাপ কিছুটা ভয় ধরালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। অস্ট্রিয়াকে ৫–৪ গোলে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি জিতেছে সিগফ্রিড আইকম্যানের দল।
মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে আজও হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ফর্মে থাকা আমিরুল ইসলাম। বাকি দুটি গোল করেন রাকিবুল হাসান ও হোজাইফা হোসেন।
মূল টুর্নামেন্টের শিরোপা লড়াই না হলেও এটি ছিল স্থান নির্ধারণী ফাইনাল। সেই ফাইনাল জিতে ২৪ দলের আসরে ১৭তম হয়ে ট্রফি হাতে তুলে নিয়েছে বাংলাদেশ।
পুরো টুর্নামেন্ট জুড়েই নজর কেড়েছেন আমিরুল ইসলাম। ছয় ম্যাচে তার এটি পঞ্চম হ্যাটট্রিক। সব মিলিয়ে গোল ১৮টি—এর মধ্যে ১৫টিই পেনাল্টি কর্নার থেকে। তিনি হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচের শুরুতে অস্ট্রিয়া এগিয়ে থাকলেও ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুলের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৭ মিনিটে হোজাইফা এবং ৩৫ মিনিটে রাকিবুলের গোল ব্যবধান বাড়ায় ৩–০ তে।
৪৪ মিনিটে অস্ট্রিয়া ব্যবধান কমালেও ৫০ ও ৫২ মিনিটে দুটি পেনাল্টি স্ট্রোক থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আমিরুল। এরপর অস্ট্রিয়া আরও তিনটি গোল (৫১, ৫৭ ও ৫৮ মিনিটে) করে ম্যাচে উত্তেজনা ফেরালেও সমতায় ফিরতে পারেনি।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ টুর্নামেন্টে মোট তিনটি জয় পেয়েছে। গ্রুপ পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়া ও ফ্রান্সের বিপক্ষে লড়াই করেও হেরেছিল দলটি; দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে একটি পয়েন্ট তুলেছিল। স্থান নির্ধারণী পর্বে ওমানকে ১৩–০ এবং দক্ষিণ কোরিয়াকে ৫–৩ গোলে হারানোর পর অস্ট্রিয়ার বিপক্ষে টানা তৃতীয় জয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতল লাল–সবুজের তরুণরা।
উদীয়মান দলগুলোকে উৎসাহ দিতে ১৭–২৪ অবস্থানের সেরা দলকে এই ট্রফি দেওয়ার উদ্যোগ নিয়েছেন এফআইএইচ সভাপতি তৈয়ব ইকরাম।