শুভদিন অনলাইন রিপোর্টার:
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৮ ডিসেম্বর) শক্তিশালী এই ভূমিকম্পের পর দেশটির পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে দেশের উপকূল থেকে প্রায় ৪৪ মাইল দূরে এবং প্রায় ৩৩ মাইল গভীরতায় আঘাত হানে।
জাপানি আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ইওয়াতে, আওমোরি এবং হোক্কাইডো অঞ্চলের কিছু অংশসহ উপকূলরেখার কিছু এলাকায় সুনামির উচ্চতা প্রায় ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে।