জাপানে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী এলাকায় তিন মিটার (১০ ফুট) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। সোমবার ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর এ সতর্কতা জারি করা হয়।

টোকিও থেকে এএফপি এ খবর জানিয়েছে।

জাপানের সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, ধারণা করা হচ্ছে সুনামির প্রথম ঢেউ স্থানীয় সময় রাত ১১:৪০ মিনিটে (১৪৪০ জিএমটি) উত্তরাঞ্চলের বন্দর এলাকায় আঘাত হানবে। এতে আওমরি থেকে ইওতে পর্যন্ত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *