শুভদিন অনলাইন রিপোর্টার:
আসন্ন একুশে বইমেলা ২০২৬-এ প্রতিভা প্রকাশ- প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে কবি আকাশমণির পঞ্চম কাব্যগ্রন্থ ‘প্রতিটি অপেক্ষার ভোর হয়’। প্রেম ও মানবমনের গভীর অনুভূতিকে সাহসী ভাষায় তুলে ধরার জন্য পরিচিত এই কবির নতুন বইয়ে উঠে এসেছে মানুষ ও সমাজের অভিজ্ঞতা, বেদনা, উত্তাপ এবং সময়ের নির্মম সত্য।
কাব্যগ্রন্থটিতে মানুষের অভিজ্ঞতা, অনুভূতি ও বেঁচে থাকার সংগ্রাম যেন প্রতিটি কবিতায় নতুনভাবে ধরা দিয়েছে। কখনও দাউদাউ করা প্রেম, কখনও সামাজিক ক্ষত, কখনও রাষ্ট্রের বেদনা, আবার কখনও মানবিকতার পতনে পাঠকের বুক কেঁপে ওঠে। প্রতিটি কবিতার শব্দ যেন জীবন্ত একেকটি শ্বাস যা সময়, সমাজ ও মানুষের অন্তর্গত আলো-অন্ধকারকে একসাথে বহন করে।
আকাশমণি তাঁর কবিতায় মানবমনের গভীর, অন্তরঙ্গ ও গোপন স্তরগুলোও উন্মোচন করেছেন। তীব্র প্রেমের উষ্ণতা, শারীরিক টানাপোড়েন, একাকিত্বের দীর্ঘ রাতের মতোই রাষ্ট্র সমাজ ধর্ম নিয়ে ক্ষোভ, প্রতিবাদ, প্রশ্ন এবং বিবেকের তীব্র আঘাতও স্থান পেয়েছে এ গ্রন্থে।
কবির ভাষা কখনও রুদ্র, কখনও মায়াময়, আবার কখনও নির্মমভাবে সত্যবাদী। তাঁর কলম সময়ের আয়নার মতো যেখানে পাঠক নিজের মুখই দেখতে পায়: কখনও পুড়ে যাওয়া, কখনও প্রেমে ডুবে থাকা, কখনও অস্তিত্ব হারানোর ভয়। তবুও পুরো বইজুড়ে একটি সুর টেনে রেখেছে অপেক্ষা প্রেমের, বেদনার, প্রতিশোধের এবং নতুন ভোরের অপেক্ষা।
আকাশমণির বিশ্বাস, ‘প্রতিটি অপেক্ষারই একদিন ভোর হয়’ কখনও সেই ভোর প্রেমের আলো, কখনও সত্যের মুখোমুখি দাঁড়ানোর সাহস, আবার কখনও ক্ষত-বিক্ষত সময়ের নতুন সূচনা।
প্রেম, প্রতিবাদ, বেদনা ও মানবতার দিকে তাকিয়ে লেখা এই কাব্যগ্রন্থ পাঠকের হৃদয় ছুঁবে এবং সমাজের আয়নায় জমে থাকা ধুলোকেও নতুন করে মুছে দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রকাশনা সংশ্লিষ্টরা।