চিহ্নিত সন্ত্রাসী–ডাকাত–মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ চার গ্রাম: নিরাপত্তাহীনতায় দৈলের বাগবাসিদের রাতজাগা পাহারা

আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি:
দৈলের রাগ, চিলারবাগ, বাড়িমজলিশ ও হাবিবপুর এই চার গ্রামের সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের করাল গ্রাসে এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের রাজত্ব। অপরাধীরা রাতের আঁধারে বাড়িঘর, পথঘাট ও মানুষের চলাচলকে পরিণত করেছে ভয়ের অন্ধকূপে।

স্থানীয়দের অভিযোগ আইনের শাসন ভেঙে পড়েছে; দুষ্কৃতকারীরা নাম ঠিকানা জেনেই প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের থামানোর কেউ নেই। ফলে এলাকাজুড়ে আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, সাধারণ মানুষ বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তা নিজ হাতেই নিতে শুরু করেছেন।

নিরুপায় গ্রামবাসীরা ইতোমধ্যে স্বেচ্ছাসেবী পাহারা দল গঠন করেছেন। রাত নামলেই দোলের বাগবাসিরা হাতে লাঠি, লাইট আর বাঁশি নিয়ে রাস্তায় নেমে পড়েন। ঘুম হারাম করে তারা নিজের জান–মাল–ইজ্জত রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন।

গ্রামবাসীরা জানান
আমাদের ঘরে ছোট ছোট সন্তান আছে। রাত হলে কখন কোন দিক থেকে হামলা হয়, কেউ জানে না। তাই আমরা নিজেরাই পাহারা দিচ্ছি। আর বসে থাকলে সব শেষ হয়ে যাবে।

এলাকাবাসীর দাবি, দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে এমন আশঙ্কা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *