সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে আনসার-ভিডিপি

শুভদিন অনলাইন রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামে ০৭ ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় সংঘটিত অগ্নিকাণ্ডে ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার মোঃ সেলিম আহমেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাটি মহাপরিচালক মহোদয়ের নজরে আসামাত্র তিনি ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে অবিলম্বে দাঁড়ানোর নির্দেশ প্রদান করেন—যা বাহিনীর সদস্যদের প্রতি তাঁর গভীর মানবিকতা, দায়িত্ববোধ ও তৎপরতার উজ্জ্বল দৃষ্টান্ত।

সিলেট রেঞ্জের সম্মানিত উপমহাপরিচালক মহোদয় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশনা প্রদান করেন। পরে জেলা কমান্ড্যান্ট ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও উইন্টার কোটসহ শীতবস্ত্র বিতরণ করেন এবং বিস্তারিত তথ্য রেঞ্জ সদর দপ্তরে প্রেরণ করেন। পরবর্তীতে রেঞ্জ কমান্ডার মহোদয় বিষয়টি অতিরিক্ত মহাপরিচালক ও মহাপরিচালক মহোদয়কে অবহিত করলে তাঁরা সম্ভাব্য সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করেন।

মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনা অনুযায়ী ০৯ ডিসেম্বর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, ঘটনাস্থলে সরেজমিনে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক সহায়তা হিসেবে গৃহনির্মাণে ব্যবহারের জন্য ০২ বান টিন এবং নগদ ৫,০০০ টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি, বাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বাহিনীর শীর্ষ পর্যায়ে এমন সহানুভূতিশীল উদ্যোগ ও দ্রুত সাড়া পেয়ে প্লাটুন কমান্ডার মোঃ সেলিম আহমেদ মহাপরিচালক মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর মতে, এ সহায়তা শুধু এক সদস্যের প্রতি নয়, বরং বাহিনীর সকল সদস্যের প্রতি মহাপরিচালক মহোদয়ের অকৃত্রিম ভালবাসা ও দায়িত্বশীলতার প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *